চক্রবাক
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৬ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৭:১৯ রাত
মাঝে মাঝে ইচ্ছে জাগে
আকাশ ছুঁয়ে দেখি
কিন্তু দূরাকাশে গিয়ে
আবার মহাকর্ষ বলে
নিচের দিকে নেমে আসি ।।
বিশ্রাম নেই ভুতলে
তারপর আবার আকাশে ভাসি...
আনমনে ।।
আবার পিছুটান ভুতলের ডাকে ।
খানিক পর আবার ছুটে চলি
এভাবেই চক্রাকারে ঘুরে
জীবনের চাকা ।।
বিষয়: সাহিত্য
৮৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন